নিজস্ব সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে ‘চোরাকারবারী’ এক যুবক আহত হয়েছে। আহত যুবকের নাম, শহিদুল ইসলাম(২৫), সে শিবগঞ্জ উপজেলার চকপাড়া বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। স্থানীয়দের তথ্যমতে সীমান্ত পিলার ১৮২ হতে ১৩০ গজ ভারতের অভ্যান্তরে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শহিদুল সীমান্ত পেরিয়ে পালিয়ে বাংলাদেশে চলে আসেন, পরে তাকে ভোর ৫টার দিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা । চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তের ওপারে ভারত থেকে ফেন্সিডিল নিয়ে আসার পথে শহিদুল গুলিবিদ্ধ হয়, পালিয়ে যাবার সময়, সে ২৫ বোতল ফেন্সিডিলসহ একটি বস্তা, একটি হাসুয়া, একটি টর্চলাইট ফেলে যায়, পরে বিজিবি সদস্যরা সেগুলো সীমান্ত থেকে উদ্ধার করেছে। তবে গুলিবিদ্ধ শহিদুল কোথায় চিকিৎসা নিচ্ছেন, সে বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই, আমরা খোঁজ খবর নিচ্ছি।