নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ'-শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ ও কর্মশালায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌস, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান প্রমূখ। এছাড়া উপজেলার বিভিন্ন স্কুলের
শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আয়োজিত কর্মশালায় প্রতিযোগিতায় বিজয়ী তরুণ ও তরুণীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত অতিথিবৃন্দ। এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শিত হয়।