নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কাগচীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ এরফান আলী (অবোসরপ্রাপ্ত পুলিশ) ২২ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাহিলাহি রাজিউন। মৃত্যর সময় তাহার বয়স হয়েছিল ৭২ বছর। বৃহস্পতিবার বেলা ১১ টায় রাষ্ট্রীয় গার্ড অব অনার এবং জানাযা শেষে কানসাট কেন্দ্রীয় গোরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাঃ শাকিলসহ উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ।