নিজস্ব প্রতিনিধিঃ "ক্লিন এনার্জি, টেকসই ভবিষ্যৎ" প্রতিপাদ্যকে সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানীতে দ্রুততর রূপান্তরসহ সুশাসিত, দুর্নীতিমুক্ত ও টেকসই জ্বালানী ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা জোরদারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সদস্য সেলিনা বেগম, গোলাম ফারুক মিথুন, ওয়ালিউল আজিম, সনাকের ইয়েস উপকমিটির আহ্বায়ক আমিনুল হক আবীর, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ-এসিজি’র নশিপুর সমন্বয়ক মো. আব্দুল আল মাসুদ জনি, ভূমি বিষয়ক এসিজি’র সমন্বয়ক মো. জেনাউর রহমান সাঈদ প্রমুখ।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা জীবাশ্ম জ্বালানীনির্ভর বিদ্যমান জ্বালানী মহাপরিকল্পনা ‘ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান (আইইপিএমপি-২০২৩) অবিলম্বে বাতিল, জ্বালানী খাতে স্বচ্ছতা নিশ্চিত করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টিসহ বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন-বিইআরসি’র আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সংস্কারকরণ, আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দেশীয় প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত জ্বালানী খাতের সকল প্রকল্প প্রস্তাব এবং চুক্তির নথি প্রকাশ করাসহ নবায়নযোগ্য জ্বালানীতে রূপান্তর প্রক্রিয়ায় তরুণ সমাজের সম্পৃক্ততা বৃদ্ধি করার জোড় দাবি জানান।