নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে জমির দলিল সম্পাদনসহ বিভিন্ন কাজে অনিয়মের প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ২৭ জানুয়ারি (সোমবার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলীর কার্যালয় ও উপজেলা সাব-রেজিস্টার মোস্তাফিজুর রহমানের নিকট স্মারকলিপি দেন তারা। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান, জমি রেজিষ্ট্রেশনসহ জমির অন্যান্য কাজ সম্পন্ন করতে কি কি কাগজ ও ফরম লাগবে তা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সংরক্ষিত থাকতে হবে। কারণ প্রয়োজনীয় কাগজ বা নির্ধারিত ফরম সংগ্রহ করে জনগণ যাতে জমি রেজিষ্ট্রেশন ও জমির অন্যান্য কাজ শেষ করে সাব-রেজিস্ট্রার অফিসে জমা দিতে পারেন। এছাড়া প্রতিটি কাগজ ও ফরমের মূল্য তালিকা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের প্রতিটা রুমের ভিতরে ও বাইরে যেন ঝুলানো থাকে, সেই ব্যবস্থা করতে হবে। তারা আরও বলেন, জনগণ যাতে কোন অনিয়ম ও হয়রানি ছাড়াই নির্বিঘ্নৈ জমি রেজিস্ট্রেশন ও জমি সংক্রান্ত অন্যান্য কাজ সম্পন্ন করতে পারে, সেজন্য উপজেলা নির্বাহী অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এতে কোন অনিয়ম ঘটলে ওই দুই অফিস দায়ী থাকবে বলে হুশিয়ারী দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক আবদুর রহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মূখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাসসহ অন্যরা।