নিজস্ব প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ভাইয়ের বিরুদ্ধে টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না দেয়ার অভিযোগ উঠেছে। ৮ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে শিবগঞ্জ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্যে ইলিয়াস উদ্দিন বলেন, সাবেক এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের পৈতৃক সম্পত্তি বিক্রয় করার জন্য ২০২১ সালের ২০ আগস্ট তাদের মনাকষার বাসায় আলোচনা করে রাজনগর মৌজার সাড়ে ১০ কাঠা জমি ৯১ নম্বর আরএস, ১৯৫৫ ও ১৯৫৬ এর দাগে প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ৫০ হাজার টাকা। পরে দুই দফায় সাবেক এমপির ভাই মুকির উদ্দিন আহমেদ দিপুকে ৫ লাখ টাকা প্রদান করা হয়। কিন্তু জমির দাম হঠাৎ কোন কারণ ছাড়াই কাঠা প্রতি আরো ২০ হাজার টাকা দাবি করলে বাধ্য হয়ে তাতেই রাজি হয়ে গত বছরের ৬মে জমি রেজিষ্ট্রি দেয়ার সিদ্ধান্ত হয়। সে সময় তারা সকলে ঢাকায় অবস্থান করায় কমিশনে জমি রেজিষ্ট্রি পরামর্শ দেন। তাদের পরামর্শে সেই দিন আমরা তাদের বাসভবনে পৌঁছায়। কিন্তু সেই দিন তারা জমি রেজিষ্ট্রি না দিয়ে বিভিন্ন টালবাহানা করে ফিরিয়ে দেন। এরপর থেকে জমি রেজিষ্ট্রি না দিয়ে বিভিন্ন টালবাহানা করছেন। তিনি আরো বলেন, বর্তমানে বিভিন্ন লোকজনদের দিয়ে হুমকি দিচ্ছেন ঐ জমির ওয়ারিশগণ। এছাড়া ওই জমিটি অন্য একজনের কাছে আরো বেশি দামে বিক্রি করা পায়তারা করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। আইনের আশ্রয় নেয়ার প্রক্রিয়া চলছে। তবে সাবেক এমপি সামিল উদ্দিন আহমেদ শিমুলের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। সহোদর ছোট সোহেল আহমেদ পলাশের মোবাইল বন্ধ পাওয়া যায়। যদিও জাকির উদ্দিন আহমেদ মিতু বলেন, মুকির উদ্দিন আহমেদ দিপু বিদেশে আছেন। সে টাকা নিয়ে থাকলে তার ব্যক্তিগত বিষয়। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী ইলিয়াস উদ্দিন, তার পিতা আলফাজ উদ্দিন, চাচা মতিউর রহমান, হাবিবুর রহমান ও তার মা মোসা. শরিফুন নেশাসহ পরিবারের অন্যান্য সদস্যরা।