নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার কমিটিতে দৈনিক খবরপত্রের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাঃ সেতাউর রহমানকে সভাপতি ও দি ডেইলি ট্রাইব্যুনাল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রতিদিনের চাঁপাই এর প্রকাশক মোহাঃ হারুন-অর-রশিদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের এই কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কানসাট বহুমূখী উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় সর্বসস্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটিতে সহ-সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মোহাঃ সফিকুল ইসলাম, আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি শামশুজ্জোহা বিদ্যুৎ সহ সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহিন শওকত,সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাজিউর রহমান জীবন,কোষাধ্যক্ষ পদে মোঃ রনি কাউসার,তথ্য ও প্রচার সম্পাদক পদে মোঃ মাহমুদুল হাসান রয়েছেন। এছাড়া নির্বাহী সদস্যরা হচ্ছেন মোঃ শাকিল আনোয়ার মোঃ শহিদুল ইসলাম পল্লব,ও মোঃ শাকিল উর রহমান নিশান।