নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। ৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে এই কমিটি গঠন করা হয়। ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনাকষা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: কামাল উদ্দিনকে সভাপতি এবং মনাকষা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো: আশরাফুল হক ও সদস্য সচিব মো:তোশিকুল আলম সাক্ষরিত এই কমিটিতে মো:মাহাজুব আলম সাইরনকে সিনিয়র সহ-সভাপতি, মো: রবিউল ইসলাম পাঠানকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, আনিন নাইমকে সাংগঠনিক সম্পাদক, মো:শরিফুল ইসলামকে প্রচার সম্পাদক, মো:ফারুক হোসেনকে দপ্তর সম্পাদক এবং মো: সুমন রানাকে কোষাধ্যক্ষ করা হয়েছে।