নিজস্ব প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সচেতন শিক্ষার্থীদের আয়োজনে সাম্প্রতিক সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষণের ঘটনার দায় প্রশাসন এড়াতে পারে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত শেষ করে ধর্ষকদের ফাঁসি দিতে হবে। সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হলে জুলাইয়ের মতো শিক্ষার্থীরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার দেন শিক্ষার্থীরা।
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার ধর্ষকদের দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। আর এতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। এ সময় “বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই”, "সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে", "তুমি কে, আমি কে-আসিয়া আসিয়া, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না", "উই ওয়ান্ট জাস্টিস, ধর্ষকদের ফাঁসি চাই" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।