1. info@www.protidinerchapai.com : প্রতিদিনের চাঁপাই :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবগঞ্জে বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন পরিকল্পনামূলক কর্মশালা অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই চাঁপাইনবাবগঞ্জের আম কিনতে চায় চীনের আম আমদানীকারক -প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে ঈদ উপহার বিতরণ,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই আওয়ামীলীগ উন্নয়নের নামে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে-সাবেক এমপি শাহজাহান। শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে দুঃস্থদের মাঝে সমকাল সুহৃদ সমাবেশের ঈদ সামগ্রী বিতরণ-প্রতিদিনের চাঁপাই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশিকে হস্তান্তর- প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবা সহ ২’জন মাদক কারবারি গ্রেফতার-প্রতিদিনের চাঁপাই চাঁপাইনবাবগঞ্জে ২ লক্ষ ৩২৮৪৮ শিশুকে খাওয়ানো হল ভিটামিন এ প্লাস ক্যাপসুল-প্রতিদিনের চাঁপাই

শিবগঞ্জে বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন পরিকল্পনামূলক কর্মশালা অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ, শিশুর প্রতি সংহিসতা বন্ধ, শিশু অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহমুক্ত এলাকা করণে আলোচনা ও করনীয় পরিকল্পনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী, ব্যবসায়ী, আইনশৃঙ্খলা বাহিনী, নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। ১৫ এপ্রিল (মঙ্গলবার) সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহোযোগিতায় স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ(এসএসবিসি) প্রকল্পের আয়োজনে কর্মশালায় প্রোগ্রাম অফিসার মি. উত্তম মন্ডল এর চঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান। কর্মশালায় প্রোগ্রাম অফিসার মি. উত্তম মন্ডল প্রজেক্টর এর মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বলেন, বিগত সময় শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এর সময়ে শিবগঞ্জকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছিল। আপনারা চাইলে তা বাস্তবায়ন করা সম্ভব এবং বিভিন্ন জায়গায় বিবাহ মুক্ত উপজেলা ঘোষণার বিলবোর্ড স্থাপন করা যেতে পারে, এ মর্মে উপস্থিত সকলের সম্মতি জ্ঞাপন করেন। বাল্যবিবাহ বন্ধে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম বলেন, আজকে এসবের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে তবে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করেন। পরে সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদে যেমন জন্ম নিবন্ধন, মৃত্যুর সনদ অনলাইনে রেজিস্ট্রেশন করা হয়। তেমনি বিয়ের বিষয়েও রেজিস্ট্রেশন জরুরী চালু করা দরকার। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সাকিল হাসান বলেন, সামাজিকভাবে বাল্যবিবাহের আইন প্রয়োগ করতে হবে। বাল্যবিবাহ হওয়ার দুই বছর পর্যন্ত জানতে পারেল আইন প্রয়োগ করতে হবে তবে বাল্য বিবাহ বন্ধ হতে পারে। বাল্যবিয়ে বন্ধের ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন বলেন, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বাল্যবিবাহ বন্ধের প্রচার-প্রচারণা বাড়াতে হবে এবং মেয়ের অবিভাবকদের সচেতন হতে হবে তাহলেই বাল্যবিবাহ বন্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট