1. info@www.protidinerchapai.com : প্রতিদিনের চাঁপাই :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই দিনমজুরের পরিবারকে আর্থিক সহায়তা-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন পরিকল্পনামূলক কর্মশালা অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই চাঁপাইনবাবগঞ্জের আম কিনতে চায় চীনের আম আমদানীকারক -প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে ঈদ উপহার বিতরণ,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই আওয়ামীলীগ উন্নয়নের নামে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে-সাবেক এমপি শাহজাহান। শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে দুঃস্থদের মাঝে সমকাল সুহৃদ সমাবেশের ঈদ সামগ্রী বিতরণ-প্রতিদিনের চাঁপাই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশিকে হস্তান্তর- প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও-প্রতিদিনের চাঁপাই শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবা সহ ২’জন মাদক কারবারি গ্রেফতার-প্রতিদিনের চাঁপাই

চাঁপাইনবাবগঞ্জে আলোচিত রানা ও রায়হান হত্যায় গ্রেপ্তার ২- প্রতিদিনের চাঁপাই।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আলোচিত মাসুদ রানা ও রায়হান আলী হত্যা মামলার প্রধান আসামি শাহিন রেজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রধান আসামি শাহিন মল্লিকপুরের তোফজুল হকের ছেলে। এছাড়াও মামলার ৭নং আসামি আব্দুস সামাদ একই এলাকার আতাউর রহমানের ছেলে।১২ জানুয়ারি (রবিবার) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. রেজাউল করিম। এসময় পুলিশ সুপার জানান, শাহীন একাই ফল কাটার ছুরি দিয়ে দুইজনকে হত্যা ও চারজনকে জখম করেন। শাহীন আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় গত শুক্রবার রাতে ঢাকার সাভার থেকে প্রধান আসামি শাহিন রেজাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করা হয় সামাদ আলীকে। পরে শাহিনের দেয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়। পুলিশ সুপার রেজাউল করীম ঘটনাটিকে আবারও অরাজনৈতিক উল্লেখ করে জানান, একটি পক্ষ এটিকে রাজনৈতিক রূপ দিতে চেয়েছিলেন। কিন্তু হতাহতদের পরিবারের পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখায় সেটি ব্যর্থ হয়েছে। মামলার প্রধান আসামি শাহীন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে নিহত হন মাসুদ রানা ও রায়হান আলী। ওই ঘটনায় আহত হন আরও চারজন। নিহতদের ছাত্রলীগের নেতা দাবি করে রাতেই আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজে দাবি করা হয়, ‘জয় বাংলা শ্লোগান’ লেখার কারণে হত্যা করা হয়েছে তাদের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো ফটোকার্ড ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। ফলে দেশব্যাপী আলোচিত হয় এ হত্যাকান্ড।
ওই ঘটনায় ১৮ ডিসেম্বর মাসুদ রানার বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট