নিউজ ডেক্সঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার বড় বোনের মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু। বুধবার (২২ জানুয়ারি) এক বার্তায় তিনি ওই শোক প্রকাশ করেন।
আলী আহম্মেদ বাবু জানান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার বড় বোন খাদিজা খাতুন কিডনি ও ফুসফুসের জটিলতায় রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ জানুয়ারি) সকাল ৭টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
শোকবার্তায় যুবদলের এই নেতা বলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার বড় বোন খাদিজা খাতুনের মৃত্যুতে তার শোকাহত পরিবার- পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তৌফিক দিন।