নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ২ লক্ষ ৩২৮৪৮ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর অংশ হিসেবে
চাঁপাইনবাবগঞ্জে শনিবার (১৫ই মার্চ) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার কে ২ লক্ষ ৩২৮৪৮ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হয়। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ কে এম সাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ মাসুদ পারভেজ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তাছমিনা খাতুনসহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৩৯ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৪ হাজার ৫০৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। সিভিল সার্জন ডাঃ এ কে এম সাহাব উদ্দীন জানান, এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে দুই বার শতকরা ৯৮ ভাগ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর ফলে ভিটামিন এ অভাবজনিত অন্ধত্বের হার শতকরা ১ ভাগের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে। এই সাফল্য ধরে রাখতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সি সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো চলমান রাখতে হবে।