নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের অভিযানে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি সামির উদ্দিন ওরফে শহিদুল পাতান (৩৫) ও তেজামুল হক (৪২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সামির উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা গোঠাপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে এবং তেজামুল হক একই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জেরর এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহীর একটি আভিযানিক দল ১৬ মার্চ (রবিবার) সকাল ১১.৪০ মিনিটের সময় শিবগঞ্জ থানাধীন ছত্রাজিতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফুলতলা মোড়স্থ জনৈক মোঃ শুকুর এর নিবির ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৭০ পিস ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।